রাজশাহীর আম

আম বাংলাদেশের বিখ্যাত একটি ফল। ছোট বড় সকলেই আম পছন্দ করে। এর মধ্যে রয়েছে অসখ্য পুষ্টিগুণ । অন্যান্য জেলা থেকে রাজশাহী আম অত্যান্ত সুস্বাদু। হিমসাগর রাজশাহীর অঞ্চলের একটি বিখ্যাত আম। এটি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক আকারে চাষ করা হয়। রাজশাহীর এই আমের মিষ্টতা, সুগন্ধ ও স্বাদ বাংলাদেশের অন্য জেলার আম থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই সারা বাংলাদেশে স্বাদ ও গন্ধের জন্য রাজশাহীর এই আম বাণিজ্যিক ভাবে বহুল পরিমানে চাষ করা হয়।
হিমসাগর আম এতোই জনপ্রিয় যে, শুধুমাত্র রাজশাহী এই আম দিয়ে সারা বাংলাদেশের চাহিদা মেটানো প্রায় অসম্ভব।

Showing all 7 results

Shopping Cart